আইসিসি ও বিসিসিআই বাংলাদেশ ইস্যুতে বৈঠকে বসছে
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিনা কারণে বাদ দেওয়ায় কঠোর অবস্থানে বিসিবি। কোনোভাবেই আগামী মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বাংলাদেশ। এরই মধ্যে বিষয়টি দুইবার আইসিসিকে আনুষ্ঠানিক ই-মেইলের মাধ্যমে জানিয়েছে বিসিবি।
আইসিসির পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এবার বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপের আয়োজক ভারতের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ। আগামীকাল রোববার এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গত বছর থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে বিসিবির। মুস্তাফিজুর রহমানকে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে আইপিএল থেকে বাদ দেওয়ার পর এটি প্রকাশ্যে এসেছে।
মুস্তাফিজকে বাদ দেওয়ার পর নড়েচড়ে বসে বাংলাদেশও। বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়।
গত রোববার এক জরুরি বোর্ডসভা শেষে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে না যাওয়ার কথা জানিয়ে আইসিসিকে ই-মেইল করে বিসিবি। পরবর্তীতে আইসিসি থেকে বাংলাদেশের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়।
বৃহস্পতিবার আবারও বিসিবি ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশদভাবে কারণ ব্যাখ্যা করে ই-মেইল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচও রয়েছে কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে। বিসিবি শুরু থেকেই ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। আইসিসি এর আগে বিসিবির উদ্বেগের বিষয়ে আশ্বাস দিলেও চূড়ান্ত সমাধান এখনো আসেনি।