দেশের অন্যতম প্রধান দরবার ও ঐতিহ্যবাহী দরবার শরীফ ‘এনায়েতপুর দরবার শরীফ’- এর বাৎসরিক ওরস অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। ওরসকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বিশ্ব শান্তি মঞ্জিলে ব্যাপক প্রস্তুতি চলছে।
১১০ বছর ধরে ব্যাপক আয়োজনে এই বিশাল আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। ১১১তম এই ওরস শরীফে প্রতিবছরই লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। দেশ-বিদেশের ভক্ত-আশেকানরা সারাবছর এই দিনটির অপেক্ষায় থাকেন। দিনটি ঘিরে বিশ্ব শান্তি মঞ্জিলে উৎসবমুখর আমেজ বিরাজ করছে।
ওরসেরে তারিখটি ১৮ জানুয়ারি, ২০২৬ (রবিবার), যা ৪ঠা মাঘ ১৪৩২ বাংলা এবং ২৮ রজব ১৪৪7 হিজরি তারিখের সাথে সঙ্গতিপূর্ণ।