1. admin@jtv.news : admin :
বিক্ষোভকারীদের ইরান মৃত্যুদণ্ড দিলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের - JTV
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধে মরিয়া ইউরোপ প্রয়োগ করতে যাচ্ছে ‘ট্রেড বাজুকা’ ! অবহেলিত নারায়ণগঞ্জ-৪ আসনকে বাসযোগ্য করতে চান ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন সুতা আমদানিতে শুল্ক চায় না বিজিএমইএ-বিকেএমইএ নির্বাচনী ব্যানার-বিলবোর্ড তৈরিতে বিএনপির নির্দেশনা ভোট হবে নিরপেক্ষ, কোনো দলের পক্ষ নেওয়া যাবে না: সেনাপ্রধান বিসমিল্লাহ সারাজীবন থাকবে, সব সময়ই থাকবে : স্বাস্থ্য উপদেষ্টা গাজার ‘শান্তি পর্ষদে’ ভারত-পাকিস্তানকে আমন্ত্রণ ট্রাম্পের প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে এলপিজি নিয়ে বড় সুখবর ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলছে বিএনপি সুষ্ঠু নির্বাচনে আশাবাদী সন্ধ্যায় জানা যাবে শবেবরাত কবে ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ

বিক্ষোভকারীদের ইরান মৃত্যুদণ্ড দিলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত
PALM BEACH, FLORIDA - DECEMBER 16: U.S. President-elect Donald Trump speaks at a news conference at Trump's Mar-a-Lago resort on December 16, 2024 in Palm Beach, Florida. In a news conference that went over an hour, Trump announced that SoftBank will invest over $100 billion in projects in the United States including 100,000 artificial intelligence related jobs and then took questions on Syria, Israel, Ukraine, the economy, cabinet picks, and many other topics. (Photo by Andrew Harnik/Getty Images)

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর চলমান দমন-পীড়ন ও মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে, তবে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোর ব্যবস্থা’ গ্রহণ করবে। খবর বিবিসির।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা যদি ফাঁসি দেয়, তবে এমন কিছু ঘটবে যা কেউ কল্পনাও করেনি। আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব।’

ট্রাম্প ইতোমধ্যে ইরানের ওপর চাপ বাড়াতে সামরিক বিকল্পের পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এছাড়া, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি ইরানি কর্মকর্তাদের এই হত্যাকাণ্ডের জন্য ‘বড় মূল্য’ দিতে হবে বলে সতর্ক করেছেন।

মানবাধিকার সংস্থা ‘এইচআরএএনএ’ জানিয়েছে, দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে এখন পর্যন্ত দুই হাজার ৪০৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যার মধ্যে ১২ জন শিশু রয়েছে। এছাড়া প্রায় ১৮ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২৬ বছর বয়সী এরফান সোলতানি নামক এক যুবককে মাত্র দুই দিনের বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা বুধবার (১৪ জানুয়ারি) কার্যকর হওয়ার কথা। সংস্থাটি একে ‘ভয় ছড়ানোর কৌশল’ হিসেবে অভিহিত করেছে।

তেহরানের কাহরিজাক ফরেনসিক সেন্টারের ফুটেজে অন্তত ১৮০টি কাফন পরা মরদেহ স্তূপ করে রাখতে দেখা গেছে। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালগুলো এখন যুদ্ধক্ষেত্রের মতো। পর্যাপ্ত রক্ত ও চিকিৎসার সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে সেবা। দেশটির ১৮০টি শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর বর্তমান ধর্মীয় প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই জানিয়েছেন, বিক্ষোভকারীদের ‘কঠোরভাবে’ মোকাবিলা করা হবে। কিছু বিক্ষোভকারীর বিরুদ্ধে ‘ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা’র অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি মৃত্যুদণ্ড। অন্যদিকে, ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরান সরকার বলেছে, যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার নিন্দা জানিয়ে বলেন, দ্রুত বিচারের নামে মৃত্যুদণ্ড কার্যকর করা অত্যন্ত উদ্বেগজনক। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ইরানের প্রকৃত পরিস্থিতি বিশ্ববাসীর কাছে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ JTV
Theme Customized By JTV