না নাটকীয়তার পর অবশেষে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সংবাদ সম্মেলনে জোটের অন্যতম দল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করছেন। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আশা করি তারা আমাদের সঙ্গে থাকবেন।
এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, জোট ভাঙবে না, জোট আছে। ধরেন কোনো একটা নির্দিষ্ট দল কোনো কারণে একমত হলো না, এর মানেতো জোট ভাঙা না। আর এটা জোট না, এটা নির্বাচনি সমঝোতা।