গামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ ব্যানারে ২৫৩ আসনে সমঝোতা চূড়ান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আনুষ্ঠানিক ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের।
জামায়াতনেতা তাহেরের ঘোষণা অনুযায়ী—জামায়াত ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, নেজামে ইসলাম পার্টি ২, এবি পার্টি ৩ ও বিডিপি ২ আসনে জোটের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তবে জোটে থাকলেও অপর তিনদল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপার আসন ঘোষণা করা হয়নি।