লেট পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে ফেরাটা সুখকর হলো না। ঢাকা পর্বের প্রথম দিনের দুটি ম্যাচের একটিও মাঠে গড়ায়নি। বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবিতে বিপিএল বয়কটের ডাক দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে দুপুর আড়াইটায় এক সংবাদ সম্মেলনে করে কোয়াব। সেখানে নিজেদের দাবিতে অনড় থাকার কথা জানায় মিঠুন। তাদের দাবির মুখে নিজেদের সবটুকুই করেছে বিসিবি। নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে।
এরপরও মাঠে যাননি ক্রিকেটাররা। দিনের দ্বিতীয় ম্যাচও বয়কট করেন তারা। উদ্ভূত পরিস্থিতি নিয়ে এবার বৈঠকে বসছে কোয়াব আর বিসিবি। রাত ৮টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই নির্ধারণ হবে বিপিএলের চলমান আসরের ভবিষ্যৎ।
এরই মাঝে গুঞ্জন উঠেছে শেষ পর্যন্ত ক্রিকেটাররা বেঁকে বসলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে বিপিএল। সেক্ষেত্রে রাতেই বৈঠক হতে পারে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গেও।
দুপুরে সংবাদ সম্মেলনে নিজেদের দাবিতে অনড় থাকার কথা জানিয়ে কোয়াব সভাপতি মিঠুন বলেন, ‘আমরা আমাদের দাবিতে অনড় আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এখানে পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সবাইকে অপমান করা হয়েছে।’
কোয়াবের এই দাবির মুখে বিকেলে জরুরি ভার্চুয়াল সভায় অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় নাজমুল ইসলামকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয় এ কথা।