১০ থেকে ৩০ কাউন্ট সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রত্যাহারের সরকারি আদেশ বাতিলের দাবি জানিয়েছে বিকেএমইএ ও বিজিএমইএ।
আজ (১৯ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
‘সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত পোশাক শিল্পের জন্য হুমকি: পাট শিল্পের পরে গার্মেন্টস শিল্প বন্ধের পাঁয়তারা’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।
বিজিএমইএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ সভাপতি ইনামুল হক খান, সহ সভাপতি রেজওয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদসহ খাত সংশ্লিস্ট নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান।
লিখিত বক্তব্যে বলা হয়, এ ধরনের একটি স্পর্শকাতর ও এক তরফা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পোশাক শিল্পের স্বার্থকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। এর ফলে ক্রেতারা ক্রয়াদেশ কমিয়ে দেবেন, যা প্রচ্ছন্ন রপ্তানিকারকদেরও ক্ষতিগ্রস্ত করবেসংবাদ সম্মেলনে সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
১০ থেকে ৩০ কাউন্ট সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রত্যাহারের সরকারি আদেশ বাতিলের দাবি জানিয়েছে বিকেএমইএ ও বিজিএমইএ।
আজ (১৯ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
‘সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত পোশাক শিল্পের জন্য হুমকি: পাট শিল্পের পরে গার্মেন্টস শিল্প বন্ধের পাঁয়তারা’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।
বিজিএমইএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ সভাপতি ইনামুল হক খান, সহ সভাপতি রেজওয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদসহ খাত সংশ্লিস্ট নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান।
লিখিত বক্তব্যে বলা হয়, এ ধরনের একটি স্পর্শকাতর ও এক তরফা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পোশাক শিল্পের স্বার্থকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। এর ফলে ক্রেতারা ক্রয়াদেশ কমিয়ে দেবেন, যা প্রচ্ছন্ন রপ্তানিকারকদেরও ক্ষতিগ্রস্ত করবে।
সংবাদ সম্মেলনে সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।