বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি প্রার্থী মীর শাহে আলম। শনিবার বিকাল ৪টায় মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আসনের অন্তর্গত ১২টি ইউনিয়নের ১১৪ টি ভোটকেন্দ্র কমিটির আওতাভুক্ত ছাত্রদল নেতৃবৃন্দদের অংশগ্রহণে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত।
এছাড়াও সভায় উপজেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।