যৌক্তিক কারণ ছাড়াই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টিকে ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দল পাঠাবে না বাংলাদেশ।
এরপর ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে ইমেইল করে বিসিবি। সেই ইমেইলে আবেদন করা হয়, বাংলাদেশের ম্যাচগুলো যেনো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়।
বিসিবি সর্বপ্রথম ইমেইল করেছিল গত ৪ জানুয়ারি। পরবর্তীতে সেই ইমেইলের উত্তর দিয়ে বিসিবির কাছে থেকে বাংলাদেশের শঙ্কার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিলে আইসিসি।
এরপর বৃহস্পতিবার আবারও বিসিবি ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশদভাবে কারণ ব্যাখ্যা করে ইমেইল করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।
সেই ইমেইলের উত্তর এখনও জানায়নি আইসিসি। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২৬ দিন বাকি। তাই বাংলাদেশি সমর্থকদের মনে প্রশ্ন আইসিসি ঠিক কবে নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশকে?
সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা খুব প্রফেশনাল অর্গানাইজেশন। যেমন ধরেন, আমরা চিঠিটার সঙ্গে সঙ্গে যে সিকিউরিটির জায়গাগুলো বলেছি, তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সঙ্গেও যোগযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন টেবিলে নেওয়ার পরে তারা আলোচনা করবে। সম্ভবত তারা সব তথ্য সংগ্রহ করছে। যতদূর জানি শনি-রবি বন্ধ থাকে। সোম-মঙ্গলবারের দিকে (চিঠির উত্তরের) আশা করছি।