1. admin@jtv.news : admin :
সরকার লুট হওয়া অস্ত্র উদ্ধারে ব্যর্থ’: মির্জা ফখরুল ইসলাম আলমগীর - JTV
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধে মরিয়া ইউরোপ প্রয়োগ করতে যাচ্ছে ‘ট্রেড বাজুকা’ ! অবহেলিত নারায়ণগঞ্জ-৪ আসনকে বাসযোগ্য করতে চান ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন সুতা আমদানিতে শুল্ক চায় না বিজিএমইএ-বিকেএমইএ নির্বাচনী ব্যানার-বিলবোর্ড তৈরিতে বিএনপির নির্দেশনা ভোট হবে নিরপেক্ষ, কোনো দলের পক্ষ নেওয়া যাবে না: সেনাপ্রধান বিসমিল্লাহ সারাজীবন থাকবে, সব সময়ই থাকবে : স্বাস্থ্য উপদেষ্টা গাজার ‘শান্তি পর্ষদে’ ভারত-পাকিস্তানকে আমন্ত্রণ ট্রাম্পের প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে এলপিজি নিয়ে বড় সুখবর ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলছে বিএনপি সুষ্ঠু নির্বাচনে আশাবাদী সন্ধ্যায় জানা যাবে শবেবরাত কবে ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ

সরকার লুট হওয়া অস্ত্র উদ্ধারে ব্যর্থ’: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২৭ বার পঠিত

জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে বিএনপি উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এটা সরকারের একটা ব্যর্থতাই বলব যে তারা এখন পর্যন্ত সব অস্ত্র উদ্ধার করতে পারেনি। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়। তবে আমি আশাবাদী যে, নির্বাচনের সময়ে পরিস্থিতির আরও উন্নতি হবে এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হবে।

ভারতে বিশ্বকাপ ও বিসিবির সিদ্ধান্ত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম।
বিএনপিকে একটি পরীক্ষিত দল উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, এ দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা—সবই বিএনপির অর্জন। বর্তমানে সংস্কার কমিশনের অনেক প্রস্তাবই বিএনপির দেওয়া ৩১ দফার মধ্যে রয়েছে। অতীতে বিএনপি এককভাবে সরকার চালিয়ে সফল হয়েছে, ভবিষ্যতেও সক্ষম হবে।

নির্বাচনি পরিবেশ নিয়ে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত অবস্থা বোঝা যাবে যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এখন সবাই সাংগঠনিক গোছগাছ ও মনোনয়ন নিয়ে কাজ করছে।’ তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা ও অভিন্ন নদীগুলোর পানির হিস্যা আদায়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ। ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে আলোচনার মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ JTV
Theme Customized By JTV