কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এক জেলে গুরুতর আহত হয়েছে। তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তে এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর আহত জেলের নাম মো. হানিফ। সে হোয়াইক্যং গ্রামের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হকের ছেলে।

স্থানীয় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) খোকন কান্তি জানান, সকালে হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত এলাকার হাউসের দ্বীপে মাছ শিকার করতে গেলে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ ঘটলে গুরুতর আহত হন। দুপুর ১২টার দিকে আশেপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এএসএফ হাসপাতালে পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্য দখলে নেওয়া বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির (এএ) সঙ্গে গত কয়েকদিন ধরে কয়েকটি রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনের সদস্যদের টানা সংঘর্ষের পর আজ সকালে উনচিপ্রাং সীমান্তে মাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, আরাকান আর্মি এই মাইন পুঁতে রেখেছিল। এ ঘটনার প্রতিবাদে হোয়াইক্যং এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা।
অপরদিকে গতকাল আরাকান আর্মির ছোঁড়া গুলিতে গুরুতর আহত শিশু আফনান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।