বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম।
সোমবার বিকাল সাড়ে ৫টায় গোবিন্দপুর মসজিদ চত্বরে আয়োজিত উঠান বৈঠকে মীর শাহে আলম বলেন, শিবগঞ্জের প্রতিটি গ্রাম, প্রতিটি মানুষ আমার আপনজন। আপনাদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা নিয়েই আমার রাজনীতি।
উঠান বৈঠকে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে শিবগঞ্জের প্রতিটি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।