বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম বলেছেন, ক্রীড়া উন্নয়নে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের রয়েছে সুদূরপ্রসারী ও বাস্তবভিত্তিক নানা পরিকল্পনা। ক্রীড়াকে তিনি পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার চিন্তা করেছেন। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ বিকাল ৪টায় মোকামতলা ইউনিয়নের কাশিপুর পশ্চিমপাড়া নব জাগরণ ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মীর শাহে আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন এবং শিবগঞ্জের ক্রীড়া অঙ্গনকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশে দর্শকরা খেলা উপভোগ করেন।১৩ জানুয়ারী-২০২৬, মঙ্গলবার: