ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ জানুয়ারি) কর্মস্থলে থাকাকালীন তিনি তীব্র মাইগ্রেনের ব্যথায় অসুস্থবোধ করেন। উন্নত চিকিৎসার জন্য ওইদিনই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ফেরদৌস আরা ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন। মাত্র কয়েক দিন আগে, গত ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।
ব্যক্তিগত জীবনে ফেরদৌস আরা এক কন্যাসন্তানের জননী ছিলেন। তার পৈতৃক নিবাস ঢাকার যাত্রাবাড়ীর শেখদী এলাকায় ও শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়িতে।
বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘তিনি মাইগ্রেনের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী তাকে কুমিল্লার দাউদকান্দিতে শ্বশুরবাড়ির এলাকায় দাফন করা হবে।’
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।