নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়। স্কুলটির সুনামের সাথে পার করলো গৌরবের ৫০ বছর। শনিবার সকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি অ্যাডভেঞ্চার লেন পার্কে দিনব্যাপী আয়োজিত হয় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান।

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়। স্কুলটির সুনামের সাথে পার করলো গৌরবের ৫০ বছর। শনিবার সকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি অ্যাডভেঞ্চার লেন পার্কে দিনব্যাপী আয়োজিত হয় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান।

“এসো বিদ্যাঙ্গণে, সুবর্ণজয়ন্তীর আনন্দ আড্ডায়”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা। চেনা মুখের ভিড়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। এই স্কুলে অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কেউ হয়েছেন ব্যবসায়ী, ব্যারিস্টার জজ, ডাক্তার এবং গণমাধ্যম কর্মীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে।

দীর্ঘদিন পর ছোটবেলার বন্ধুদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাবেক শিক্ষার্থীরা। স্মৃতিচারণা আর আনন্দঘন মুহূর্তে নিজেদের বন্দি করে নেন সেলফি ও ফটো বুথে।
“অনেক বছর পর বন্ধুর সঙ্গে দেখা—ভাষায় প্রকাশ করার মতো না।”
“এই স্কুল আমাদের জীবনের একটা বড় অংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, তিনি জানান,এই স্কুল নিয়ে আমার অনেক স্মৃতি রয়েছে। শুধু স্মৃতি নয়, এই প্রতিষ্ঠানের উন্নয়নেও আমার অংশগ্রহণ আছে। ভবিষ্যতেও এই স্কুলের উন্নয়নে আরও পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম তিনি জানান,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এখানকার ছাত্র-ছাত্রীরাই একদিন রাষ্ট্র পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে।”

সন্ধ্যায় লালন, জারি, সারি ও ভাটিয়ালি গানসহ জনপ্রিয় ব্র্যান্ড তারকা শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান।
স্মৃতি, আবেগ আর সংগীতের মিলনমেলায় স্মরণীয় হয়ে থাকলো হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন।