1. admin@jtv.news : admin :
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বললেন, ভিপি নুর - JTV
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধে মরিয়া ইউরোপ প্রয়োগ করতে যাচ্ছে ‘ট্রেড বাজুকা’ ! অবহেলিত নারায়ণগঞ্জ-৪ আসনকে বাসযোগ্য করতে চান ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন সুতা আমদানিতে শুল্ক চায় না বিজিএমইএ-বিকেএমইএ নির্বাচনী ব্যানার-বিলবোর্ড তৈরিতে বিএনপির নির্দেশনা ভোট হবে নিরপেক্ষ, কোনো দলের পক্ষ নেওয়া যাবে না: সেনাপ্রধান বিসমিল্লাহ সারাজীবন থাকবে, সব সময়ই থাকবে : স্বাস্থ্য উপদেষ্টা গাজার ‘শান্তি পর্ষদে’ ভারত-পাকিস্তানকে আমন্ত্রণ ট্রাম্পের প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে এলপিজি নিয়ে বড় সুখবর ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলছে বিএনপি সুষ্ঠু নির্বাচনে আশাবাদী সন্ধ্যায় জানা যাবে শবেবরাত কবে ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বললেন, ভিপি নুর

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৩৫ বার পঠিত

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশে আর অতীতের মতো ‘কালো রাজনীতির’ পরিবেশ তৈরি করতে চান না। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলেন তিনি।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।

তিনি বলেন, একটি বিশেষ মহল অতীতে দেশে আতঙ্ক ও দমনমূলক পরিবেশ তৈরি করেছিল। সে প্রসঙ্গে শামীম ওসমানের একটি বক্তব্যের সমালোচনা করে নুর বলেন, “আমরা এই দেশের নাগরিক। দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। আমাদের পালিয়ে যাওয়ার প্রশ্নই আসে না।”
নুরুল হক নুর বলেন, দেশের কঠিন সময়ে অল্প কিছু মানুষই প্রকাশ্যে কথা বলেছেন। তিনি আইনজ্ঞ ড. আসিফ নজরুলের নাম উল্লেখ করে বলেন, গণআন্দোলনের সময় তিনি নিপীড়িতদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে পরে তাকে এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতাকে ‘ভারতীয় দালাল’ বা ‘ইসরাইলের চর’ আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল ইচ্ছাকৃতভাবে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে আন্তর্জাতিকভাবে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে চায়। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল, তা ভাঙার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
নুর বলেন, “আমরা রাজপথে লড়াই করেছি, রক্ত দিয়েছি। পরিবারগুলো নির্যাতনের শিকার হয়েছে। আমরা কি অপরাধী?”
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
এ ছাড়া উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন, মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকায় বসবাসরত গলাচিপা ও দশমিনার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ JTV
Theme Customized By JTV