স্মার্ট ডিভাইসকে দ্রুতগতির করতে বেশ কিছু কাজ করেন অনেকে। কিন্তু এতে অনেকেই সুফলপান না। তবে প্রতিদিন সময় করে অন্তত একবার ডিভাইস রিস্টার্ট করলে ভালো গতি পাওয়া যায়। এটি অনেকেই চর্চা করেন না একেবারে।
রিস্টার্ট করার ফলে ব্যাটারির সক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। ডিভাইস দ্রুতগতিতে কাজ করে।
রিস্টার্ট যে কারণে জরুরি
স্মার্টফোন এমন একটি ডিভাইস, যা দিন-রাত সচল থাকে। ফলে র্যাম সব সময় কর্মব্যস্ত থাকে। এতে ডিভাইস গতি হারিয়ে ফেলে। অযাচিত অ্যাপের কারণে ডিভাইসে যে ধীরগতি তৈরি হয়, তা রিস্টার্ট পেলে অনেকটা হালকা হয়ে যায়।
বন্ধ রাখবেন যে কারণে
মাঝেমধ্যে ডিভাইস কিছুটা সময়ের জন্য বন্ধ রাখতে হবে। এতে পুরো অপারেটিং সিস্টেম রিবুট হবে। র্যামের সক্ষমতার বাইরে বাড়তি অ্যাপ ইনস্টল করলে র্যাম ও অপারেটিং সিস্টেম ডিভাইসকে ধীরগতির করে। ডিভাইসে র্যামের সক্ষমতা বুঝে প্রয়োজন নেই এমন অ্যাপ মুছে ফেলতে হবে।
সিস্টেম আপডেট
নিয়মিত সিস্টেম আপডেট না করার কারণে ফোনে ধীরগতি আসতে পারে। ডিভাইসের সেটিংস থেকে অ্যাবাউট ফোনে গিয়ে আপডেট অপশন পাওয়া যায়। কিছু ডিভাইসের আবার সিস্টেম অংশে এই অপশন পাওয়া যায়।
ক্যাশ ক্লিয়ার
নিয়মিত বা পারলে প্রতিদিন ডিভাইসে ইনস্টল থাকা প্রতিটি অ্যাপ থেকে ক্লিয়ার ক্যাশ ডেটা র্যামকে হালকা রাখে। ডিভাইসে ইনস্টল থাকা সব অ্যাপ ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে মেমোরি তৈরি করে ক্যাশ মেমোরিকে ভারী করে। বিপরীতে চাপ পড়ে র্যামে। এতে পুরো সিস্টেম গতি হারিয়ে ফেলে।