দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। আজ রোববারের (১১ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৯ পয়েন্ট। গত বৃহস্পতিবারের (৮ জানুয়ারি) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ৬৮২ কোটি টাকা। লেনদেন কমে এদিন ৪১২ কোটি টাকার ঘরে নেমে এসেছে। লেনদেনে অংশ নেওয়া ৭৯ দশমিক ৮৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেনের শুরুতে শেয়ার বিক্রির চাপে সূচক পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ৩২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর পতন গতি আরও বাড়ে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৫৮ দশমিক ৯৫ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়িয়েছে চার হাজার ৯৩৯ দশমিক ৫৯ পয়েন্টে। ডিএসইএস সূচক ১১ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৮ দশমিক ৮৮ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১১ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ দশমিক ১৯ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৯ হাজার ৪৯০ কোটি চার লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৮৩ হাজার ১৮০ কোটি ১৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৩১৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডমিনেজ স্টিলের ১৭ কোটি ৬৭ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৫ কোটি তিন লাখ টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ৫৪ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ১১ কোটি ৮০ লাখ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ১০ কোটি ৭২ লাখ টাকা, ফাইন ফুডসের ১০ কোটি ২০ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের সাত কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ কোটি ৬২ লাখ শতাংশ।