1. admin@jtv.news : admin :
কমেছে ৮০ শতাংশ কোম্পানির দর,পতনে পুঁজিবাজার - JTV
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধে মরিয়া ইউরোপ প্রয়োগ করতে যাচ্ছে ‘ট্রেড বাজুকা’ ! অবহেলিত নারায়ণগঞ্জ-৪ আসনকে বাসযোগ্য করতে চান ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন সুতা আমদানিতে শুল্ক চায় না বিজিএমইএ-বিকেএমইএ নির্বাচনী ব্যানার-বিলবোর্ড তৈরিতে বিএনপির নির্দেশনা ভোট হবে নিরপেক্ষ, কোনো দলের পক্ষ নেওয়া যাবে না: সেনাপ্রধান বিসমিল্লাহ সারাজীবন থাকবে, সব সময়ই থাকবে : স্বাস্থ্য উপদেষ্টা গাজার ‘শান্তি পর্ষদে’ ভারত-পাকিস্তানকে আমন্ত্রণ ট্রাম্পের প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে এলপিজি নিয়ে বড় সুখবর ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলছে বিএনপি সুষ্ঠু নির্বাচনে আশাবাদী সন্ধ্যায় জানা যাবে শবেবরাত কবে ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ

কমেছে ৮০ শতাংশ কোম্পানির দর,পতনে পুঁজিবাজার

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৮ বার পঠিত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। আজ রোববারের (১১ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৯ পয়েন্ট। গত বৃহস্পতিবারের (৮ জানুয়ারি) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ৬৮২ কোটি টাকা। লেনদেন কমে এদিন ৪১২ কোটি টাকার ঘরে নেমে এসেছে। লেনদেনে অংশ নেওয়া ৭৯ দশমিক ৮৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেনের শুরুতে শেয়ার বিক্রির চাপে সূচক পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ৩২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর পতন গতি আরও বাড়ে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৫৮ দশমিক ৯৫ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়িয়েছে চার হাজার ৯৩৯ দশমিক ৫৯ পয়েন্টে। ডিএসইএস সূচক ১১ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৮ দশমিক ৮৮ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১১ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ দশমিক ১৯ পয়েন্টে।

আজ লেনদেন হয়েছে ৪১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৯ হাজার ৪৯০ কোটি চার লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৮৩ হাজার ১৮০ কোটি ১৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৩১৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডমিনেজ স্টিলের ১৭ কোটি ৬৭ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৫ কোটি তিন লাখ টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ৫৪ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ১১ কোটি ৮০ লাখ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ১০ কোটি ৭২ লাখ টাকা, ফাইন ফুডসের ১০ কোটি ২০ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের সাত কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ কোটি ৬২ লাখ শতাংশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ JTV
Theme Customized By JTV