1. admin@jtv.news : admin :
মীর শাহে আলম: রাজপথ থেকে উঠে এসে তৃণমূলের আস্থার নাম - JTV
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধে মরিয়া ইউরোপ প্রয়োগ করতে যাচ্ছে ‘ট্রেড বাজুকা’ ! অবহেলিত নারায়ণগঞ্জ-৪ আসনকে বাসযোগ্য করতে চান ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন সুতা আমদানিতে শুল্ক চায় না বিজিএমইএ-বিকেএমইএ নির্বাচনী ব্যানার-বিলবোর্ড তৈরিতে বিএনপির নির্দেশনা ভোট হবে নিরপেক্ষ, কোনো দলের পক্ষ নেওয়া যাবে না: সেনাপ্রধান বিসমিল্লাহ সারাজীবন থাকবে, সব সময়ই থাকবে : স্বাস্থ্য উপদেষ্টা গাজার ‘শান্তি পর্ষদে’ ভারত-পাকিস্তানকে আমন্ত্রণ ট্রাম্পের প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে এলপিজি নিয়ে বড় সুখবর ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলছে বিএনপি সুষ্ঠু নির্বাচনে আশাবাদী সন্ধ্যায় জানা যাবে শবেবরাত কবে ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ

মীর শাহে আলম: রাজপথ থেকে উঠে এসে তৃণমূলের আস্থার নাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পঠিত
চলার পথটা মসৃণ ছিল না কখনোই। খেটে খাওয়া, শ্রমজীবী সাধারণ মানুষের অধিকার আদায়ের কথা বলতে বারবার নেমে এসেছে নির্যাতন, দমন-নিপীড়নের খড়্গ। তাদের সুদিন ফিরিয়ে দেয়ার আশায় বছরের পর বছর দুর্দিনে কাটিয়েছেন তিনি, তবুও আস্থা হারাননি মানুষের প্রতি শাশ্বত ভালোবাসায়। মানুষের কথা, অধিকারের কথা বলতে গিয়ে ক্রমেই তিনি পরিণট হলেন জনমানুষের কণ্ঠস্বরে। বলা হচ্ছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের কথা।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বগুড়ার মাটি ও মানুষের আপনজনে পরিণত হওয়া মীর শাহে আলম যেন সত্যিকারের জননেতারই প্রতিচ্ছবি। গত দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং অসংখ্য মামলার মুখোমুখি হয়েছেন। তবুও শিবগঞ্জের মানুষের পাশে থাকার রাজনীতি থেকে একচুলও সরে যাননি।

বগুড়া জেলা বিএনপির সহসভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মানুষের সুখ-দুঃখে সরাসরি অংশগ্রহণ, গ্রাম থেকে গ্রামে গণসংযোগ এবং সাধারণ মানুষের ভাষায় কথা বলাই তার রাজনীতির মূল শক্তি।

মীর শাহে আলম বিশ্বাস করেন—রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য। সেই বিশ্বাস নিয়েই তিনি আজও শিবগঞ্জের মাটি ও মানুষের আস্থা অর্জনের সংগ্রামে অবিচল। আর তাঁর এই দর্শনের কারণেই বরাবরের মতোই জনসাধারনের ব্যাপক সমর্থন পাচ্ছেন তিনি। যেখানেই যাচ্ছেন, তাকে ঘিরে জনমানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস প্রমাণ করছে, শিবগঞ্জবাসীর চিরচেনা স্বজন, অন্তরাত্মার আত্মীয়ই তিনি। তাকে বরণ করে নিতে মানুষের ব্যাপক আগ্রহ দেখে অনেকেই বলছেন, শিবগঞ্জবাসীর সত্যিকারের জননেতা একেই বলে।
তাই শিবগঞ্জবাসীর এবার পছন্দের এমপি প্রার্থী মীর শাহে আলম, এমন খবর সবার মুখে মুখে।।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ JTV
Theme Customized By JTV